Welcome to National Portal

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)-তে স্বাগতম। বাংলাদেশে আবিষ্কৃত প্রধান প্রধান খনিজ সম্পদসমূহ হলো : কয়লা, পিট কয়লা, কঠিন শিলা, চুনাপাথর, সাধারণ পাথর/বালু মিশ্রিত পাথর, সিলিকাবালু, সাদামাটি ও ভারি মণিক বা খনিজবালু। গেজেটভুক্ত কোয়ারি ইজারার ক্ষেত্রে উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণ ব্যতীত সরাসরি ইজারার আবেদন দাখিলের কোনো সুযোগ নেই। খনিজ সম্পদের অবৈধ উত্তোলন/আহরণ বন্ধ ও প্রতিরোধ করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। 


ম্যাপ